Published :
<span class="center">আনন্দ উল্লাসে শেষ হলো </span> <span class="center">আনন্দ শোভাযাত্রা</span>
হাজারো মানুষের আনন্দ উল্লাসে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। সোমবার সকাল ৯টায় শুরু হয় শোভাযাত্রাটি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। হাজারো উচ্ছ্বসিত মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শাহবাগ মোড় হয়ে টিএসসি মোড়, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে সকাল সাড়ে ১০টায় পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। এ ছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ছিল সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ এবং সাতটি ছোট মোটিফ। বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়াও ছিল।
এই আনন্দ শোভাযাত্রায় দেশের মানুষ ছাড়াও বিদেশিরা অংশ নিয়েছেন। সকাল ৯টায় চারুকলা অনুষদে গিয়ে দেখা যায়, জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ নানা দেশের পর্যটকরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন। এ সময় বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সূত্র : <a class="link" href="https://www.kalerkantho.com/online/national/2025/04/14/1504181">কালের কণ্ঠ</a>
